অক্ষজ দর্শনে বিপদ্
- The Symbol of Faith
- Aug 4, 2024
- 1 min read
অক্ষজ দর্শনে বিপদ্
—শ্রীল প্রভুপাদ
আমরা কেহ গৌড়ীয় মঠের দালান কোটা দেখিতেছি, কেহ বা মোটর গাড়ী দেখিতেছি, কেহ বা মহামহোৎসবের খাদ্য-বৈচিত্র দেখিতেছি, লোকজন-প্রতিষ্ঠা দেখিয়া সেই সকলে ভোগ-বুদ্ধি করিয়াছি, কেহ বা অন্তরে তাহা ভোগ করিবার পূর্ণইচ্ছা থাকা সত্ত্বেও ঐ সকল ভোগ করিতে না পারায় গৌড়ীয় মঠের ঐ সকল প্রচার ঐশ্বর্য্যকে রূপানুগ পথের বিপরীত মনে করিয়া বঞ্চিত হওয়াকেই-কীর্ত্তনের পথ ছাঁড়িয়া কল্পনার পথকেই 'রূপানুগ পথ' কল্পনা করিতে করিতে নানা অপরাধ পঙ্কে নিমজ্জিত হইতেছি!















Comments