top of page

নিম্নলিখিত ঘোষণা পত্রটি দয়া করে বিশেষ মূল্য দিবেন

  • Writer: The Symbol of Faith
    The Symbol of Faith
  • Feb 28
  • 2 min read
ree

শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গৌ জয়তঃ


নিম্নলিখিত ঘোষণা পত্রটি দয়া করে বিশেষ মূল্য

দিবেন—


তারিখ– ২৮ ফেব্রুয়ারি ২০২৫


গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু বলেন যে, — “আমার পরমশত্রুরও অমঙ্গঁল কামনা যেন আমার হৃদয়ে কদাপি উদিত না হয়— ভগবৎ-চরণে এই স্বকাতর প্রার্থনা জানাই।” শ্রীল বাবা মহারাজেরও সেই অপ্রাকৃত নীতি।


এই প্রার্থনা মুখে জানাতে চাই যে — পরম নিরপেক্ষ এবং সত্যের নির্ভীক বক্তা হয়েও যিঁনি অজাত-শত্রুর ভূমিকায় আসীন– সেই আদরের শ্রীল বাবা মহারাজের পরম পবিত্র আচার-আদর্শে অনেকেই অনেক ভাবে অযথা দোষ আরোপের বহু বৃথা চেষ্টা করেও অবশেষে হাল ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, ফলে ভবিষ্যতে ওই ধরণের অবৈধ প্রয়াস-প্রচেষ্টা ঠেকাতে অগ্ৰীম ব্যবস্থা হিসাবে নিম্নলিখিত সতর্ক-সংবাদ ঘোষণা করতে আমরা বাধ্য, ফলে ক্ষমা প্রার্থনা মুখে এতদ্ দ্বারা জানানো গেল যে, — গোদ্রুমদ্বীপে তাঁ’র পুরাতন ভজন স্থলীতে (শ্রীগৌরাঙ্গ সঙ্কীর্ত্তন আশ্রম, ভাগীরথী পাড়া, স্বরূপগঞ্জ) তিঁনি সম্পূর্ণ একাই সেবা করেন, সঙ্গে কেউ তাঁর নেই। শ্রীল বাবা মহারাজ অকারণে এত অপমান,অপদস্ত হয়েও তথা তীব্র গালাগালি ও নিন্দা মন্দাদি– সমালোচনা সহ্য করেও পরম মঙ্গলার্থে যাকে নিম্নতলে তিঁনি বাধ্য হয়ে কিছু সর্ত্ত মেনে থাকতে দিয়েছেন— তার কোনো ক্রিয়া কর্ম্মের জন্য তিঁনি আদৌ দায়বদ্ধ নন, যদিও সে শ্রীল বাবা মহারাজের হরিকথাগুলিই মুখস্থ করে রাখে তথাপি শ্রীল বাবা মহারাজ বিন্দুমাত্র প্রতিবাদ করেন না, একথা যদিও পূর্ব্বে বহুবার ঘোষণা করা হয়েছে, তথাপি জনগণের উদাসীনতায় তথা সচেতনতার অভাবে বহু-বহু ভাবে সমাজের ক্ষতি হয়ে আসছে, এতে শ্রীল বাবা মহারাজ আদৌ প্রত্যক্ষ বা পরক্ষ কোন ভাবেই দায়ী নন। অযাচিত দানে তাঁর ভজন জীবন এতকাল চলে আসছে, ফলে তাঁর নাম নিয়ে যদি মিথ্যা ভাবে কেউ ‘দান’ আদায় করে তবে সে আইনত দন্ড পেতে বাধ্য। এবিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা মূলক দৃষ্টি আকর্ষণ করাই আমাদের মূল উদ্দেশ্য, আর অন্য কিছুই নয়। উচ্চপদস্থ আইন বিভাগীয় কয়েকজন সুহৃদ উপদেষ্টার আদেশে এবিষয় আমরা জানাতে বাধ্য হয়েছি, নচেৎ শ্রীল বাবা মহারাজের অপ্রাকৃত সন্মান বিপর্য্যস্ত হতে পারে।


ক্ষমা প্রার্থনা মুখে দন্ডবৎ প্রণামান্তে শ্রী ভক্তি সিদ্ধান্ত বাণী সেবা ট্রাস্টের নিষ্কপট সেবা পরায়ণ তথা শ্রীল প্রভুপাদের বিশেষ অনুগত সকল সদস্যবৃন্দ।

 
 
 

Comments


WhatsApp Image 2025-04-24 at 09.04_edite
  • Instagram
  • Facebook
  • Youtube
  • Whatsapp
  • Telegram
  • Dribbble
  • TikTok
WhatsApp Image 2025-04-24 at 09.05_edite

@২০২৪ চেতনার জাগরণ - এর দ্বারা

bottom of page