শ্রীগৌরকিশোর-বাণী
- The Symbol of Faith
- Aug 9, 2024
- 1 min read
শ্রীগৌরকিশোর-বাণী
মাধুকরী ভিক্ষার দ্রব্য নির্গুণ, তাহা হরিভজনময় জীবন-নির্ব্বাহের জন্য যথাযোগ্য গ্রহণ ব্যতীত অপরের দান গ্রহণ করিলে চিত্ত মলিন এবং হরিভজনে বিঘ্ন উপস্থিত হয়।
মাধুকরী নির্গুণ বৃত্তি। যাঁহারা প্রকৃত মাধুকরী গ্রহণ করেন তাঁহাদের কৃষ্ণে শরণাগত প্রবল হয় দেহস্মৃতি বিনষ্ট হয়, সংসারী বিষয়ীগণের ন্যায় জিহ্বালাম্পট্য, উপস্থলাম্পট্য ও চিরকাল সংসারে বন্ধ থাকিবার পিপাসা বিদূরিত হইয়া যায়।
১লা মার্চ্চ ১৯৩৮ এর দৈনিক নদিয়া প্রকাশ, একমাত্র পারমার্থিক পত্রিকা হইতে সংগৃহীত















Comments